Honours Admission
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু কলজে, রাজশাহীতে Honours 1st year 2021-2022 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। যথাযথভাবে পূরণকৃত ভর্তি ফরমের প্রিন্ট নিতে হবে।
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির তারিখ–২০/০৬/২০২২ হতে ২৮/০৬/২০২২
Admission Fee
সকল বিষয়ের জন্য মোট= ৮৫০৫/- ( ব্যাংক সার্ভিস চার্জ– ১৫/- টাকা Auto কেটে নিবে)
ভর্তি প্রক্রিয়াঃ
নির্বাচিত শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কলজে, রাজশাহী ওয়েবসাইটে (http://bcr.edu.bd/admission/) প্রবেশ করে Honours Menu তে Clik করলে Admission Form পাওয়া যবে। Admission রোল নম্বর দিয়ে প্রাপ্ত Reference ID ব্যবহার করে নিম্ন বর্ণিত পদ্ধতিতে ভর্তির জন্য নির্ধারিত ফি ডাচ-বাংলা (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।
ডাচ-বাংলা (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দানের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ক্লাস রোল নির্ধারিত হবে।
পদ্ধতি :১
ডাচ-বাংলা (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা দানের পদ্ধতি (এ পদ্ধতির জন্য DBBL এর একাউন্ট হোল্ডার হতে হবে):
ক. মোবাইল থেকে *322# ডায়াল করে মেনুতে যেতে হবে।
খ. ‘1’ (One) সিলেক্ট করতেহবে।
গ. বঙ্গবন্ধু কলেজে Biller Id ‘278’ টাইপ করতে হবে।
ঘ. Bill No. এ Admission রোল টাইপ করতে হবে।
ঙ. নির্ধারিত টাকার পরিমাণ লিখতে হবে ( সকল বিষয়ের জন্য মোট= ৮৫০৫/- টাকা)
চ. একাউন্ট হোল্ডারের চার সংখ্যার পিন টাইপ করতে হবে।
ছ. OK অথবা Send বাটন ক্লিক করলে একটি TxnId পাওয়া যাবে।
এই TxnId ব্যবহার করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
পদ্ধতি :২
মোবাইল Apps থেকে ফি প্রদানের পদ্ধতি:
ক. রকেট Apps এ Bill Pay Option সিলেক্ট করতে হবে।
খ. Search Biller এ Biller Id ‘278’ টাইপ করলে Bangabandhu Degree College, RAJ পাওয়া যাবে।
অথবা Bill Pay Option হতে Bangabandhu Degree College, Rajshahi সিলেক্ট করতে হবে।
গ.Bill No. এ Admission রোল টাইপ করতে হবে।
ঘ. Pay For এ Other সিলেক্ট করতে হবে। Other সিলেক্ট করলে নিজের মোবাইল নম্বর দিতে হবে।
ঙ. Amount এ নির্ধারিত টাকার পরিমাণ ( সকল বিষয়ের জন্য মোট= ৮৫০৫/- টাকা) লিখে Submit দিতে হবে
চ. একাউন্ট হোল্ডারের চার সংখ্যার পিন টাইপ করতে হবে।
ছ. CONFIRM বাটনে ক্লিক করলে একটি TxnId পাওয়া যাবে।
এই TxnId ব্যবহার করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র-
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের (http://nu.ac.bd/admissions/) হতে প্রাপ্ত ফরম।
২. কলেজের ওয়েব সাইট (http://bcr.edu.bd/admission/) হতে প্রাপ্ত ফরম।
৩. এইচএসসি/সমমান- এর মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র।
৪. এসএসসি/সমমান- এর মূল নম্বরপত্র ও প্রশংসাপত্রের ২ টি করে ফটোকপি।
৫. এইচএসসি/সমমান- এর মূল নম্বরপত্র ও প্রশংসাপত্রের ২ টি করে ফটোকপি।
৬. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ল্যাবপ্রিন্ট ছবি- ২ কপি ।
৭. শিক্ষার্থীর NID/Birth Certificate এর ফটোকপি-১ কপি।
৮. শিক্ষার্থীর পিতা/মাতার NID এর ফটোকপি-১ কপি ও মোবাইল নম্বর।
৯। সঠিক ইমেইল ও মোবাইল নম্বর।
Raj IT Help Line Number 01762-623193 (9.30 AM To 5.00 PM)
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিম্নের ডাউনলোড হতে জানা যাবে
Raj IT Help Line Number 01762-623193 (9.30 AM To 5.00 PM)
Download 1st Merit Results
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিম্নের ডাউনলোড হতে জানা যাবে