শিক্ষা নগরী রাজশাহী, শান্তির নগরী রাজশাহী। শিক্ষা আর শান্তির নগরী রাজশাহীতে প্রায় সকল মনিষী, সংস্কৃতিসেবী, রাজনীতিবিদ, সমাজসেবীর নামে শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্রাবাসের নামকরণ হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও কর্মকান্ডকে সমুন্নত রাখতে তাঁর নামে কোন ধরনের প্রতিষ্ঠান ছিল না। এ বিষয়টিকে সামনে নিয়ে রাজশাহীর প্রথিতযশা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবীগণ ০৮/১২/১৯৯৪ তারিখে এক সভায় ‘‘ বঙ্গবন্ধু কলেজ রাজশাহী ’’ নামে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নেন।